হৃদয়ের চীৎকার

মাঝেমাঝে খুব ইচ্ছে করে এই চেনা জানা শহর ছেড়ে,
অজানা অচেনা কোনো শহরে নিরুদ্দেশ হয়ে যায়।
প্রিয়দের কাছে অবহেলিত হওয়ার যন্ত্রণা থেকে হয়তোবা সেথায় একটু মুক্তি পাবো।

No comments