About me

আমি ইউসুফ বিন ইনতাজ। (  Yousuf Bin Intaj)
.
আমার বহুকাল পূর্বেই আমার স্বত্তা জন্মেছিল তাই আমি শতবর্ষজীবি। 
আমার পর বহুকাল পর আমার স্বত্তা টিকে রবে তাই আমি অমৃত।"
:
হুমম, আমিই সেই ইউসুফ বিন ইনতাজ   
:
আমার ব্লাড গ্রুপ:- B+ 
আমি স্বেচ্ছায় বিনামূল্যে রক্তদান করতে প্রস্তুত আছি।
:
আমি আমার মতোই প্রচন্ড ঝগড়াটে ও প্রচুর আলসে এবং বখাটে প্রকৃতির ছেলে, বড্ড স্বার্থপর।
আমি ঘুরে ফিরে খাই দাই ঘুমাই আর হুদাই টাইম পাস করি।

গল্পের বই পড়তে খুব ভালবাসি। 
তাই সবাই বলে আমি বই পোঁকা।
:
পড়ালেখার ফাঁকে মাঝে মাঝে বিবেকের তাড়নায় রাজনৈতিক মিটিং মিছিলে যাই। 
আমি ছাত্র রাজনীতি খুব পছন্দ করি। 
তাই ছাত্র রাজনীতি করি। 

আমি আমার মাকে খুব বেশি ভালবাসি। 
আমার মা আমার চেতনা,আমার প্রেরণা, বড়ো হওয়ার অদম্য স্পৃহা।
আমার মায়ের সহাস্য বদনে জীবনের সুখ খুজে পাই।
আমার মায়ের মলিন বদনে জীবনের ব্যর্থতা দেখতে পাই।
:
নীলরঙা পাঞ্জাবীতে বাহারি ডিজাইন আমার প্রিয় পোশাক।  আমার দেশকে আমি আমার মায়ের মতোই ভালবাসি। 
এ দেশের তরুলতা গাছপালা, খালবিল নদীনালা, চোখধাঁধাঁনো শস্য শ্যামল সবুজের সমারোহ,হৃদয়জুড়ানো বসন্তের হিমেল হাওয়া,স্নিগ্ধ প্রভাতে গাছের ডালে কোকিলের মিষ্টি সুর। 
সাঝেঁর বেলায় নীড়ে ফেরা পাখপাখালীর কিচিরমিচির আওয়াজ, এ যেন ধুলোর ধরায় স্বর্গীয় পরিবেশ।
Yousuf Bin Intaj.
ইউসুফ বিন ইনতাজ.  


No comments